রূপসীবাংলা ঢাকা,০৭ অক্টোবর:
বাণিজ্যিকভাবে ব্যবহৃত যানবাহন ও প্রাইভেট কারের রেজিস্ট্রেশন এবং মালিকানা বদল ফি বাড়ানো হচ্ছে৷ রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৭তম সভায় এ সিদ্ধানত্ম নেওয়া হয়েছে৷ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরর সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিআরটিএ’র চেয়ারম্যানসহ সংশিস্নষ্টরা উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে বিআরটিএ’র চেয়ারম্যান আইয়ুবুর রহমান সাংবাদিকদের বলেন, রোববার বাণিজ্যিকভাবে ব্যবহৃত যানবাহন ও প্রাইভেট কারের রেজিস্ট্রেশন এবং মালিকানা বদল ফি যথাক্রমে ১৫ ও ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধানত্ম নেয়া হয়েছে৷ এছাড়া গাড়ির ফিটনেস ফিও কিছুটা বাড়বে৷ তিনি বলেন, এটি এখনও চূড়ানত্ম নয়৷ কারণ সিদ্ধানত্মটি অনমোদনের জন্য অথর্ মন্ত্রণালয়ে যাবে৷ সেখানে অনুমোদন পেলে তা প্রজ্ঞাপন আকারে জারি হবে৷ এ সিদ্ধানত্ম বাসত্মবায়নে কয়েকমাস সময় লাগতে পারে বলেও জানান তিনি৷
নিউজরুম