সিংড়ায় পরিবীক্ষ বিষয়ক প্রশিৰণ অনুষ্ঠিত

0
232
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা সিংড়া,৭ অক্টোবর:
নাটোরের সিংড়ায় ৯নম্বর তাজপুর ইউনিয়ন পরিষদ ও সিটিজেন ইন গভার্নেন্স সদস্যদের নিয়ে সেবা প্রদান ও পরিবীৰণ বিষয়ক এক দিনের প্রশিৰণ অনুষ্ঠিত হয়েছে৷
রোববার আরডিআরএস বাংলাদেশ’র এসডিএলজি প্রজেক্টের আয়োজনে তাজপুর ইউনিয়ন পরিষদ হলরম্নমে ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার শুভ উদ্বোধন ও প্রশিৰণ পরিচালনা করেন অত্র প্রজেক্ট’র সহকারী প্রকল্প সমন্বয়কারী সৈয়দা ফরিদা ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার মোসফিকুর রহমান, নুরম্নল হক৷ প্রশিৰণে প্রশিৰনার্থী ছিলেন ইউপি সদস্য ও সিআইজি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ৷
প্রতিবেদক সাইফুল ইসলাম, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন