শিক্ষাকে মডেল হিসাবে রূপানত্ম করার কাজ করেছে সরকার: বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রী

0
265
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা,৭ অক্টোবর:
শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিা এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য শিাথর্ীদেরকে বেশী বেশী করে পড়তে হবে৷ বিশেষ করে নারী শিার প্রসারে যা যা করনীয় বর্তমান সরকার তা করতে আনত্মরিক৷
সকলের সম্মলিত প্রচেষ্টা ছাড়া ডিজিটাল বাংলাদেশ গঠন করা সম্ভব নয়৷ ডিজিটাল দেশ গড়ার জন্য শিক শিাথর্ী ও অভিভাবকদেরকে কিছু ত্যাগ শিকার করতে হবে৷ শিাথর্ীদেরকে পড়া লেখার সুযোগ করে দিতে হবে৷ শিামন্ত্রী নাহিদ আরো বলেন, বর্তমান সরকার ুদামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নীল সোনার বাংলা গঠনের ল েকাজ করে যাচ্ছে৷ ডিজিটাল দেশ গড়ার জন্য সরকার শিাখাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে৷ নারী ও পুরুষের শিা বৈষম্য দূর করে বর্তমান সরকার শিা েেত্র বৈপস্নবিক পরিবর্তন সাধনে অনেকটাই এগিয়ে গেছে৷ ২০ হাজার ৫শ’ স্কুলে মালিমিডিয়া সিস্টেমে পাঠদানের পরিকলনা নেয়া হয়েছে৷ শিা েেত্র বাংলাদেশকে মডেল হিসাবে রূপানত্ম করার জন্য সরকার কাজ করে যাচ্ছে৷ শনিবার বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের উদ্যগে আয়োজিত কৃতি শিাথর্ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন৷ কলেজের ভারপ্রাপ্ত অধ্য মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার সুব্রত কুমার দে, শিাবিদ আলী আহমদ, সিলেট জেলার কলেজ পরিদর্শক একেএম গোলাম কিবরিয়া, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্য দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সেক্রেটারী আতাউর রহমান খান, শিাবিদ মজির উদ্দিন আনছার, বিয়ানীবাজার প্রেসকাবের সভাপতি আতাউর রহমান৷ অনুষ্ঠানে শেষে ২০১১-১২ইংরেজী এইচএসসি পরীায় কৃতকার্য শিাথর্ীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়৷
নিউজরুম

শেয়ার করুন