খাগড়াছড়িতে রিভলবার ও গুলি উদ্বার

0
378
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা খাগড়াছড়ি,৭ অক্টোবর:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম যুদ্ধমনি কার্বারীপাড়া এলাকা থেকে একটি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্বার করেছে বডর্ার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ রোববর রাতে আনুমানিক ১টার দিকে একটি পরিত্যক্ত ঘর থেকে এসব অস্ত্র উদ্বার করা হয়৷ বিজিবি’র ২৯ পলাশ জোন কমান্ডার মেফতাহুল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্বার করা সম্ভব হলেও সন্ত্রাসীরা পালিয়ে গেছে৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন