রূপসীবাংলা নাটোর,৭ অক্টোবর:
জীবনের শুরু হয় প্রাথমিক শিা দিয়ে৷ বতমান সরকার শিা বান্ধব সরকার৷ তাই এই সরকার প্রাথমিক শিাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করেছে৷ একই সাথে অতিদরিদ্রদের জন্য চালু করেছে উপবৃত্তি৷
রোববার সকালে নাটোরের বড়াইগ্রামে মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এসব কথা বলেছেন৷ মায়েদের সচেতনতা বৃদ্ধির ল্যে বড়াইগ্রাম উপজেলার খাকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিা কর্মকতর্া সাইফুল ইসলাম, প্রভাষক আমিনুল হক মতিন, প্রধান শিকিা নীলুফা ইয়াসমিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক সরকার, আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান মমিন আলী, মোশাররফ হোসেন, ইজাদুল হক, আব্দুস সালাম, আলাউদ্দিন প্রমূখ৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ