মানিকগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ৩, আহত

0
949
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা মানিকগঞ্জ, ০৭ অক্টোবর:
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় রোবববার ট্রাক-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ৩ এবং ২জন হয়েছে৷
সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন, ফরিদপুরের রাজ্জাক (৫৫), তার ছেলে সুজন শেখ (১২) ও নুর ব্যাপারি (৫০)৷ গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাস চালক লাল মিয়া (৪৫) তাকে আশংকাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷
পুলিশ জানায় ,নিহতরা সবাই পরস্পর আতী্বয়৷ মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা শাহ জালাল বিমান বন্দরে যাচ্ছিল বিদেশ ফেরত্‍ এক আত্বীয়কে আনতে৷ মুখোমুখি সংর্ঘষে ট্রাকটি রাসত্মার পাশে পড়ে যায়৷ এতে ৩জন নিহত এবং ১জন আহত হয়৷
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন