ঢাকায় মোবাইল রিচার্জ বন্ধ

0
296
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ০৭ অক্টোবর:
শনিবার থেকে ঢাকায় তিন দিন মোবাইল ফোন রিচার্জ বন্ধ রয়েছে৷ কমিশন বৃদ্ধিসহ সাত দফা দাবিতে এই ঘোষণা দিয়েছে ঢাকা টেলিরিচার্জ ঐক্যপরিষদ৷ অন্যদিকে কমিশন ১০ শতাংশে উন্নীত করাসহ ১১ দাফা দাবি মানতে মোবাইল অপারেটরদের ২৪ ঘন্টার আলটিমেটাম বেধে দিয়েছে আরেকটি সংগঠন মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন৷
ধর্মঘট নিয়ে জানতে চাইলে ঢাকা টেলি রিচার্জ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, শনিবার থেকে ঢাকায় কোন দোকান থেকেই রিচার্জ করা যাবে না৷ কমিশন বৃদ্ধির দাবিতে আমাদের ৮ অক্টোবর পর্যনত্ম সকল প্রকার রিচার্জ দেয়া নেয়া বন্ধ থাকবে৷
তারা অরো জানান, “ধর্মঘট পর্যবেণ করতে আমরা প্রতি ওয়ার্ডে ঘুরবো ৷ কেউ রিচার্জ চালু রাখলে সংগঠনের প থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ নিশ্চই সকল রিচার্জ ব্যবসায়ী এই দাবির সাথে একমত৷” উলেস্নখ্য যে, গত রোববার সংগঠনের প থেকে ৭ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রতিটি অপারেটরের কাছে পৌছে দেয়া হয়৷ দাবি পূরণে তাদেরকে ৭২ ঘন্টা সময়ও দেয়া হয়েছিল৷ কিন্তুু তারা এ সম্পর্কে নিরব থাকায় তারা এবার আন্দোলন ঘোষণা দিয়েছেন৷ ঢাকা টেলি রিচার্জ ঐক্য পরিষদ জানায়, ৮অক্টোবর দুপুরে জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন থেকে পরবতর্ী কর্মপরিকলনা ঘোষণা করা হবে৷ তাদের দাবী প্রতি দশ হাজার টাকা রিচার্জে মাত্র ২৭৫ টাকা কমিশন পান রিচার্জ ব্যবসায়ীরা৷ ফলে অনেক দিন থেকে এই কমিশন ১০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন তারা৷
নিউজরুম

শেয়ার করুন