ডিএসইতে গত সপ্তাহে ৩ হাজার ৭৬০ কোটি টাকার শেয়ার লেনদেন

0
240
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ০৭ অক্টোবর:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৩০ সেপেম্বর থেকে ৪ অক্টোবর পর্যনত্ম ‘এ’ ক্যটাগরি শেয়ারের প্রধান্য ল্য করা গেছে৷ সপ্তাহজুড়ে এ ক্যাটাগরি শেয়ারের লেনদেন হয়েছে ৮৮ দশমিক ৪৩ শতাংশ শেয়ার৷ ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে৷
জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে চার হাজার ২৫৩ কোটি তিন লাখ ৬০ হাজার ৪৫০ টাকা৷ এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৮৮ দশমিক ৪৩ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে তিন হাজার ৭৬০ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৪৫০ টাকা, ‘বি’ ক্যটাগরির ৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে ১৫০ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার টাকা, ‘এন’ ক্যাটাগরি ৭ দশমিক ৩৪ শতাংশ শেয়ারের লেনদেন হয়েছে ৩১২ কোটি ৩০ লাখ ৭ হাজার টাকা এবং ‘জেড’ ক্যাটাগরি ০ দশমিক ৬৮ শতাংশ শেয়ারের লেনদেন হয়েছে ২৯ কোটি দুই লাখ ২৭ হাজার টাকা৷ তবে গত সপ্তাহে ‘জি’ ক্যাটাগরি শেয়ারের কোন লেনদেন হয়নি ৷ এদিকে ‘এ’ ক্যটাগরি শেয়ারের লেনদেন বেশি হওয়া বাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন বাজার সংশিস্নষ্টরা৷ তাদের মতে বিনিয়োগকারীরা বাজারে বুঝে শুনে দেখে বিনিয়োগ করছেন৷ এ কারণে বাজারে ‘এ’ ক্যাটাগরি শেয়ারের প্রাধান্য ল্য করা যাচ্ছে বলে তারা মনে করেন৷
নিউজরুম

শেয়ার করুন