নওগাঁ প্রতিবেদক, ০৬ অক্টোবর:
নওগাঁর ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও লতিফ ডেকোরেটোরের স্বত্বাধিকারী আব্দুল লতিফ তালুকদার ৬৬ বছর বয়সে ইনত্মেকাল করেছেন৷ (ইন্না……. রাজেউন)৷ শনিবার সকাল ৯ টায় হাট নওগাঁ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে কেন্দ্রিয় কবরস্থানে দাফন সম্পুন্ন হয়৷ আব্দুল লতিফ তালুকদার শুক্রবার শহরের দনি কালীতলায় তাঁর নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের একটি কিনিকে নেয়ারে পথে তিনি মৃতু্যবরণ করে৷ তিনি মৃতু্যকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন৷
তিনি ছিলেন নওগাঁ জেলা ডেকোরেটার মালিক সমিতির আজীবন সভাপতি৷ তাঁর হাতেই নওগাঁয় প্রথম ডেকোরেটর ব্যাবসার শুভ সূচনা ঘটে৷ তাঁর মৃত্যুতে নওগাঁর ডেকোরেটর ব্যবসায়ী মালিক সমিতির প থেকে সকল ডেকোরেটরের দোকান বন্ধ রাখার সিদ্ধানত্ম নেয়া হয়৷
প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পদনা আলীরাজ/ আরিফ