বৌদ্ধ মন্দিরে হামলাকারীদের শাস্তীর দাবীতে নওগাঁয় মানববন্ধন

0
265
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিবেদক, ০৬ অক্টোবর:
রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধ বিহারে হামলাকারীদের দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবী এবং স্বাধীনাতা বিরোধী অপ-শক্তি কতৃক বৌদ্ধ সমপ্রদায়ের উপর হামলা, লুটপাট ও অগি্নসংযোগের প্রতিবাদে সম্মিলিত ভাবে মানববন্ধন করেছে নওগাঁ জেলা সিপিবি, ন্যাপ, ওয়ার্কাস পার্টি ও জাতীয় আদীবাসী পরিষদ৷ শনিবার সকাল ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়৷ মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে জেলা ন্যাপের সাধারন সম্পাদক এ্যড. খয়রম্নল আনাম হেলাল, জেলা সিপিবির সভাপতি প্রদ্যুত্‍ কুমার ফৌজদার, সাধারন সম্পাদক এ্যাড. মহসীন রেজা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, বাসদ নেতা হবিবর রহমান চৌধুরী, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জয়নত্ম প্রামানিক, সাধারন সম্পাদক মতিউর রহমান মিঠু৷ বক্তারা বৌদ্ধ মন্দিরে হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবী করেন৷
প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন