রূপসীবাংলা নিউজ ঢাকা, ০৬ অক্টোবর:
বহুল আলোচিত পদা সেতু প্রকল্পে দুনর্ীতির অনুসন্ধানে তিন সদস্যের প্যানেল গঠন করেছে বিশ্ব ব্যাংক৷ তিন সদস্যের এপ্যানেলের প্রধান করা হয়েছে আনত্মর্জর্তিক অপরাধ আদালতের সাবেক চিফ প্রসিকিউটর লুই মোরনো কাম্পোকে৷
শুক্রবার এই প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি৷ শনিবার নিউ ইয়র্ক থেকে বাতর্া সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে৷ খবরে বলা হয়েছে, পদা সেতু প্রকলে বাতিল করে দেয়া ১২০ কোটি ডলারের অথর্ায়ন পুনরায় চালুর আগে বিশ্বব্যাংক যেসব পদপে নেবে বলে জানিয়েছিল; তদনত্মত্ম পযর্ালোচনা প্যানেল গঠন তার একটি৷ তিন সদস্যের এই প্যানেলের প্রধান হিসেবে লুইস পদা সেতুর দুনর্ীতির বিষয়ে বাংলাদেশের তরফ থেকে যে তদনত্ম করা হয়েছে সে ব্যাপারে পযালোচনা করে বিশ্বব্যাংকের কাছে প্রতিবেদন দেবে৷
বাংলাদেশ সরকারকেও তারা একটি প্রতিবেদন দেবে৷ এদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেছেন, স্বচ্ছতার সঙ্গে পদা সেতু প্রকল বাসত্মবায়নের ব্যাপারে বিশ্বব্যাংক অঙ্গীকারবদ্ধ৷ এই প্যানেল স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের েেত্র প্রতিবন্ধকতা সরাতে বাংলাদেশের মানুষের কাছে একটি অপূর্ব সু্বেযাগ সৃষ্টি করবে৷ পদা সেতু প্রকলে দুনর্ীতির অভিযোগে গত জুনে বিশ্ব ব্যাংক তাদের প্রসত্মাবিত ঋণ প্রসত্মাব বাতিল ঘোষণা করে৷ পরে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের সব শর্ত মেনে নেয়ায় সংস্থাটি শর্ত বাসত্মবায়ন সাপে েপদা সেতু প্রকল্পে ফেরার ঘোষণা দেয়৷ শর্ত অনুযায়ী মনত্মিসভা থেকে পদত্যাগ করেন সৈয়দ আবুল হোসেন৷ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানো হয়৷ দুনর্ীতি দমন কমিশনও তদনত্মে নতুন তদনত্ম দল গঠন করে৷
নিউজরুম