বৌদ্ধ পল্লীতে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ

0
266
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা গাজীপুর, ০৬ অক্টোবর :
কঙ্বাজারের রামু উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ পল্লীতে হামলার প্রতিবাদে শনিবার জয়পুরহাটে মানববন্ধন ও গণসমাবেশ করেছে জেলা হিন্ধবৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ৷ কেন্দ্রীয় মসজিদ চত্বর সংলগ্ন সড়কে শনিবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়৷ এতে নারকীয় ওই হামলার ঘটনায় গোটা জাতিকে অসম্মান করা হয়েছে দাবি করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শানত্মির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা হিন্ধবৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ ও আ’লীগ নেতা এ্যডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, লাইব্রেরী এন্ড কাবের সম্পাদক রাজা চৌধূরী, মহিলা আ’লীগের এড, ফিরোজা চৌধূরী, জাতীয় পার্টির তিতাস মোসত্মফা প্রমূখ৷
নিউজ, রূপসীবাংলা নিউজ ডটকম

শেয়ার করুন