রূপসীবাংলা কুড়িগ্রাম ০৬ অক্টোবর :
কুড়িগ্রামে রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তির দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুন হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ভুমিহীন কৃষক ও কৃষাণী ফেডারেশনের সভাপতি আব্দুল করিম (৫২)৷ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপরা সালিসের কথা বলে তাকে জয়মনিরহাট এলাকার বাড়ি থেকে ডেকে নেয়৷
পরে পাইকের ছড়া এলাকার চৌধুরী রাসত্মার মোড়ে তাকে জবাই করে হত্যা করে লাশ ফেলে চলে যায় দূবর্ৃত্তরা৷ পুলিশ ও এলাকাবাসী জানান, রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তি ভুমিহীনের মধ্যে বন্দোবসত্মের দাবিতে দীর্ঘদিন ধরে আব্দুল করিম আন্দোলন করে আসছিলেন৷ এ নিয়ে দখলদারদের সাথে কয়েকদিন ধরে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল৷ এরই জের ধরে এই হত্যা কান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷
ভুরঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ পাইকের ছড়ার আব্দুর রহিম সালিশের কথা বলে কৃষক ও কৃষাণী ফেডারেশনের সভাপতি আব্দুল করিমকে তার জয়মনিরহাট এলাকার বাড়ি থেকে ডেকে আনে৷ হত্যা কান্ডের ঘটনার পর থেকে আব্দুর রহিম পলাতক রয়েছে৷ বিষয়টি তদনত্ম করে দেখা হচ্ছে৷ দুপুরে লাশ ময়না তদনত্মের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে৷
নিউজ, রূপসীবাংলা নিউজ ডটকম