গাজীপুরে বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতি’র একাদশ সম্মেলন

0
306
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা গাজীপুর, ০৬ অক্টোবর :
‘বাংলাদেশের পরিবর্তিত পরিবেশে কৃষি গবেষণার অগ্রগতি’ এই শেস্নাগানকে সামনে রেখে গাজীপুরে বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতি’র একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বদরুদ্দোজা মিলনায়তনে বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতি’র উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এসময় প্রধান অতিথি’র বক্তব্যে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতাত্তোর কাল থেকেই বাংলাদেশ নানামুখী জলবায়ু বিপর্যয়ের মুখে পড়েছে৷ ফলে বিভিন্ন সময় দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি’র মুখে পড়ে৷ তবে আমাদের কৃষি বিজ্ঞানীরা নিরলস গবেষণা প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তিত জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবন করার ফলে ওই ঝুঁকি হ্রাস পেয়েছে অনেকাংশে৷ শুরুতে সম্মেলনের কী নোট পেপার উপস্থাপন করেন ওই সমিতি’র সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডল৷ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থাপনার এমিরিটাস বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা, বিশেষ অতিথি হিসেবে বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ডমিনিক বার্জিয়ন, আনত্মর্জর্াতিক ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি এম জয়নুল আবেদীন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইদুল হক চৌধুরী৷
নিউজ, রূপসীবাংলা নিউজ ডটকম

শেয়ার করুন