সরকারকে নামাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : হবিগঞ্জে খালেদা জিয়া

0
243
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা নিউজ হবিগঞ্জ,০৬ অক্টোবর:
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার অত্যাচারীতে পরিণত হয়েছে৷ তাদের হাতে দেশের জনগণ, ব্যবসায়ী, শিক ও মা-বোন কেউই নিরাপদ নয়৷ তারা দেশকে ধ্বংস করে দিতে চায়৷
অত্যাচারী এ সরকারকে মতা থেকে নামাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷ শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের নিউফিল্ডে ১৮ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, ”রামুতে বৌদ্ধ ধমর্াবলম্বীদের ওপর হামলায় সরকার ও সরকারদলীয় লোকজন জড়িত৷ দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের অভাবে দেশের লোকজন এখন ভলো নেই৷”বিরোধীদলীয় নেত্রী বলেন, ”সরকার পদা সেতুর কাজ শুরু করার আগেই দুনর্ীতি করেছে৷
এ সরকার ছাত্রলীগকে দিয়ে টেন্ডারবাজি, ভর্তিবাণিজ্য, চাঁদাবাজি করাচ্ছে৷ ছাত্রলীগ পু্বেরা দেশকে অস্থির করে তুলেছে৷” তিনি বলেন, ”বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ সৈ্বরাচারী এরশাদকে মতা থেকে হটালেও বর্তমানে সেই বিশ্ববেহায়া বিশ্ব্বেচার এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে৷ এদের হাত থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে হবে৷”খালেদা জিয়া আরো বলেন, ”সরকার সর্বেেত্র দলীয়করণ করছে৷ আগামীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্যই তারা সর্বত্র দলীয়করণ করছে৷ এর হাত থেকে বিচার বিভাগও রেহাই পায়নি৷ কে জামিন পাবে আর কে পাবে না দলীয় ভাবেই সিদ্ধানত্ম হচ্ছে৷
নিউজরুম

শেয়ার করুন