রাজশাহীতে পিসত্মল সহ একজন আটক

0
221
Print Friendly, PDF & Email

রাজশাহী প্রতিবেদক, ০৬অক্টোবর:
রাজশাহী মহানগরীর খুলিপাড়া এলাকা থেকে বিদেশি পিসত্মল, গুলি ও বোমাসহ মাকসুদুর রহমান ওরফে মিনু (৩০) নামের এক চিহি্নত সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৫৷ এসময় তার কাছ থেকে একজোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়৷ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিনুর বাড়িতে তলস্নাশী চালিয়ে মাটি খুঁড়ে ওইসব অস্ত্র ও বোমা উদ্ধার করে র্যাব সদস্যরা৷
র্যাব জানায়, মিনু তার মা রাহেমা খাতুনকে পেটানোর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি৷ শনিবার সকালে মিনুকে গ্রেপ্তারের পর র্যাব সদস্যরা তার বাড়িতে তলস্নশী চালিয়ে ১টি বিদেশী পিসত্মল, ৩ রাউন্ড গুলি, পুলিশের একজোড়া হ্যান্ডকাপ, ২টি রামদা, ১টি নেপালী চাকু ও ১টি চাপ্পর অস্ত্র্র উদ্ধার করে৷ পরে তার বাড়ির আঙ্গিনায় একটি মুরগীর ঢোপের নিচে পুঁতে রাখা তিনটি বোমা উদ্ধার করা হয়৷
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন খান জানান, গ্রেপ্তারকৃত মিনু মোটরসাইকেল চুরি, ছিনতাই, চাঁদাবাজী ও টেন্ডারবাজীর অন্যতম হোতা৷ তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে৷
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন