হুমায়ূন আহমেদের শেষ নাটক

0
252
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা নিউজ ডেস্ক ০৬ অক্টোবর:
সদ্য প্রয়াত কলম জাদুকর হুমায়ূন আহমেদের শেষ লেখা ছিল নাটক ‘গুঁড়া মরিচ পার্টি’৷ জনপ্রিয় এই কথাসাহিত্যিকের মৃত্যুর আগেই নাটকটি নিমর্াণ করার কথা ছিল৷ কিন্তু আর হয়ে ওঠেনি৷ দীর্ঘদিন পর নাটকটি নির্মিত হচ্ছে৷
নিমর্াণ করছেন হুমায়ূন আহমেদেরই দীর্ঘদিনের সহকারী পরিচালক জুয়েল রানা৷ সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে৷ নাটকে দেখা যাবে, দুই মামা এবং ভাগিনা চাকরি খুঁজছেন৷ কিন্তু তারা চাকরি পাচ্ছেন না৷ তাই তারা ‘গুঁড়া মরিচ পার্টি’ নামে একটা পার্টি করে৷ তারা চিনত্মা করে এখন থেকে মানুষের চোখে গুঁড়া মরিচ দিয়ে মানুষের মালামাল, টাকা-পয়সা ছিনতাই করবে৷ কিন্তুু তারা কি পারে? ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা৷ হাস্যরসাতক ঘটনা নিয়ে গল এগিয়ে যায়৷
‘গুঁড়া মরিচ পার্টি’ নাটকে অভিনয় করছেন মীর সাবিবর, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, মতিউর রহমান মতি, সাজু, শুভাশিষ ভৌমিক, রুমি, যুথি প্রমুখ৷

শেয়ার করুন