সিরিয়ায় সিগারেটের ছেঁকা দেয়া হচ্ছে শিশুদের

0
229
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা নিউজ ডেস্ক ০৬ অক্টোবর:
কারও গায়ে জ্বলনত্ম সিগারেটের ছেঁকা দেওয়া হচ্ছে৷ কাউকে রাখা হচ্ছে না-খাইয়ে৷ কাউকে বা দেওয়া হচ্ছে বৈদ্যুতিক শক৷ গৃহযুদ্ধকবলিত সিরিয়ার শিশুদের ওপর এভাবে নির্বিচারে নিযর্াতন চলছে৷ ঘটছে শিশু আটক ও অপহরণের ঘটনা৷ ব্রিটিশ দাতব্য সংস্থা সিরিয়ায় নিরপরাধ শিশুদের ওপর নিযর্াতনের এই তথ্য তুলে ধরে বলেছে, এটি একটি তথ্যচিত্রের ভালো উপকরণ হতে পারে৷ এ ব্যাপারে এগিয়ে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তারা৷ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে৷
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের শুরুতেই সেভ দ্য চিলড্রেন তাদের প্রতিবেদন পেশ করে৷ ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিরিয়ার শিশুরা সেখানে প্রতিনিয়ত নিযর্াতন ও হত্যার শিকার হচ্ছে৷ তারা কারাবন্দী হচ্ছে৷ তাদের ওপর এ ধরনের নৃশংসতা তথ্যচিত্র আকারে লিপিবদ্ধ করা প্রয়োজন৷ শরণাথর্ী সিরীয় শিশুদের পাশে এসে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের এই সংস্থা৷ সিরিয়ায় গত ১৮ মাসের সংঘর্ষে বিভিন্ন সময় শিশুদের ওপর নিযর্াতন নিয়ে বেশ কিছু তথ্যচিত্র নিমর্াণ করে সেভ দ্য চিলড্রেন৷ দিরা শহরে শিশুদের আটক ও নিযর্াতন করার পর তাদের এই কাজ আরও গতি পায়৷ সিরিয়ায় প্রায় প্রতিটি শিশু সেভ দ্য চিলড্রেনের কর্মকতর্াদের জানায়, তারা তাদের পরিবারের কোন কোন সদস্যকে হত্যার শিকার হতে দেখেছে৷ ১৫ বছর বয়সী এক শিশু ওই দাতব্য সংস্থাকে জানায়, কারাগারে বন্দী থাকা অবস্থায় তার গায়ে জ্বলনত্ম সিগারেটের ছেঁকা দেয়া হত৷ আর এক শিশু জানায়, তাকে বৈদ্যুতিক শক দেওয়া হত এবং গলিত লাশের সঙ্গে এক ঘরে থাকতে দিতো৷ ওয়ায়েল নামের ১৬ বছরের আরেক কিশোর জানায়, বন্দী অবস্থায় ছয় বছরের এক শিশু নিযর্াতন ও অনাহারে মারা গেছে৷ ওয়ায়েল জানায়, ‘ছেলেটি সব সময় আতঙ্কে থাকত৷ তারা ছেলেটির ওপর কুকুরের মতো নিযর্াতন চালাত৷’ শিশুদের ওপর এ ধরনের নিযর্াতনকে ধারাবাহিক নিযর্াতন ও মমর্ানত্মিক ঘটনা বলে উলেস্নখ করেছে সেভ দ্য চিলড্রেন৷ তাই সিরিয়ায় জাতিসংঘ কর্মকতর্াদের উপস্থিতি বৃদ্ধি করে তথ্যচিত্র নিমর্াণের মাধ্যমে অপরাধীদের শানত্মির আওতায় আনার আহ্বান জানায় সংস্থাটি৷
আলীরাজ/ আরিফ নিউজরুম

শেয়ার করুন