নাটোর প্রতিবেদক, ০৬অক্টোবর:
সঞ্চয় আহরনের মাধ্যমে অভ্যনত্মরিন সম্পদ বৃদ্ধির ল্যে নাটোরে সপ্তাহব্যাপী সঞ্চয় অভিযান ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরম্ন হয়েছে৷
এ উপল েশনিবার সকালে নাটোর সঞ্চয় বু্যরোর উদ্যোগে শহরে একটি বনর্াঢ্য শোভাযাত্র বের করা হয়৷ স্থানীয় কানাইখালী মাঠ থেকে জেলা প্রশাসক জাফর উলস্নাহর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে আলাইপুরস্থ সঞ্চয় বু্যরো কাযর্ালয়ে গিয়ে শেষ হয়৷ শোভাযাত্রা পুর্ব সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক জাফর উলস্নাহ, জেলা সঞ্চয় বু্যরো অফিসের সহকারী পরিচালক আবু সাইদ,প্রবীন শিক নজরম্নল ইসলাম প্রমুখ৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরুম