তুমি মহান

0
250
Print Friendly, PDF & Email

-মোঃ রাকিবুল ইসলাম (রিপন)

আলাহ তুমি মহান উদার
বড় দয়াময়
অসীম তুমি অপার তুমি
তুমিই করুনাময়
তোমার দয়ায় ওঠে রবি
প্রত্যহ নিশ্চয়
তোমার দয়ায় রাত্রি হলো
হলো রাতের য়
তোমার দয়ায় পাখির কন্ঠে আসে
মধুর গান
নদী চলে এঁকে বেঁকে
কন্ঠে কলতান
তোমার দয়ায় বিশ্ব দেখি
চোখে রঙ্গিন স্বপ্ন অাঁকি
তোমার আশায় ভালোবাসায়
গড়ব জীবন তোমার ভাষায়
তোমার দয়ায় সৃষ্টি জাহান
আল্লাহ তুমিই সত্যিই মহান৷

শেয়ার করুন