সরকার জঙ্গীবাদকে কঠোর হসত্মে দমন করেছে আ: জলিল এমপি

0
277
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন,নওগাঁ প্রতিবেদকঃ
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আব্দুল জলিল এমপি বলেছেন, ইসলামের নামে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ করে দেশের মানুষকে অশানত্মিতে রাখবে, এটা হতে দেয়া যাবে না৷ সরকার জঙ্গীবাদকে কঠোর হসত্মে দমন করেছে৷
বিগত সরকার সারা দেশে কিছু বিপদগামী আলেম ওলামাকে দিয়ে জঙ্গীবাদ কায়েম করার চেষ্টা করেছিল৷ ৫৭টি জেলায় একযোগে একই সময়ে বোমা ফাটিয়েছিল৷ বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান ভাইকে দিয়ে জেএমবি নামক সংগঠন করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে সর্বহারা দমনের নামে মানুষ হত্যা করে গাছে উল্টো করে টাঙ্গিয়ে রেখেছিল৷ তিনি আলেম ওলামাদেরকে কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে কোরআন ও হাদিস মোতাবেক চলার আহবান জানান৷ শুক্রবার বিকেলে নওগাঁ সরকারী জিলা স্কুল মাঠে জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন৷ জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন করে৷ জেলা প্রশাসক ড. মোছাম্মত্‍ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, উসলামিক ফাউন্ডেশানের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, নওগাঁ ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচালক কৃষিবিদ নূরম্নল ইসলাম, নামাজগড় গাউসুল আজম আলীয়া মাদ্রাসার উপাধ্য মাওলানা পিএম আদম আলী প্রমুখ বক্তব্য রাখেন৷
আপলোড, ০৬অক্টোবর সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন