মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল : যৌথ কাজে জটিলতার সৃষ্টি হতে পারে৷ আবেগ প্রবণতা পরিহার করুন৷ আর্থিক যোগ শুভ৷ যাত্রা শুভ৷
বৃষ : ২১ এপ্রিল-২০ মে : পারিবারিক অথবা পেশাগত কোন সমস্যা বিব্রত করতে পারে৷ গুরুজনকে খুশি করার চেষ্টা করুন৷ নিকট যাত্রা শুভ৷
মিথুন : ২১ মে-২০ জুন : অধীনস্থদের কাজে লাগান কঠিন হবে৷ সমস্যা সমাধানে তত্পর হওয়া প্রয়োজন৷ নিজের কাজে অন্যকে নাক গলাতে দেবেন না৷ যাত্রা শুভ৷
কর্কট : ২১ জুন-২১ জুলাই : কোন ব্যাপারে জড়িয়ে বিপদমুখী হতে পারেন৷ ধমর্ীয় কাজে মনোযোগী হোন৷ দূরের যাত্রায় পানাহারে সতর্ক থাকুন৷
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট : ব্যবসায়িক কাজে গোপনীয়তা বজায় রাখুন৷ প্রিয়জনকে খুশি করার চেষ্টা করুন৷ প্রেম ও রোমান শুভ৷
কন্যা : ২২ আগস্ট-২১ সেপেম্বর : সফলতার জন্য পুনঃচেষ্টা করুন৷ প্রভাবশালীদের আনুকূল্য পাবেন৷ কেনাকাটায় লাভবান হবেন৷ যাত্রা শুভ৷
তুলা : ২২ সেপেম্বর-২২ অক্টোবর : জরুরি কাজ দিনের প্রথমভাগেই সম্পাদন করুন৷ অন্যের কাজে নাক গলাতে যাবেন না৷ প্রেম ও রোমান শুভ৷
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর : প্রভাবশালীদের আনুকূল্য লাভের চেষ্টা করুন৷ সমস্যা সমাধানে আরও তত্পর হওয়া প্রয়োজন৷ দূরের যাত্রা বিরত রাখা ভালো৷
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর : প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে৷ কাজের গোপনীয়তা বজায় রাখুন৷ একগুঁয়েমী পরিহার করে চলুন৷ যাত্রা শুভ৷
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি : অধীনস্থদের ওপর নির্ভর করা ঠিক হবে না৷ পাওনা টাকা আদায়ে তত্পর হোন৷ কেনাকাটা ও বিনোদন শুভ৷ যাত্রা শুভ৷
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি : পেশাগত সমস্যা কাটিয়ে উঠতে সম হবেন৷ প্রতিবেশীর সঙ্গে সদভাব বজায় রাখুন৷ যাত্রা শুভ৷
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ : জরুরি কাজে মনোযোগী না হলে তি৷ আর্থিক দিক শুভ তবে ব্যয় অধিক বাড়বে৷ প্রেম বিষয়ে সতর্ক না হলে সমস্যার সৃষ্টি হবে৷