রূপসীবাংলা নিউজ ডেস্ক ০৫ অক্টোবর:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিজর্া ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আওয়ামী লীগই দায়ী৷ শুক্রবার সকালে নয়াপলনে বিএনপির কেন্দ্রীয় কাযর্ালয়ে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার কাননের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ এতে সভাপতিত্ব করেন সেনবাগের সংসদ সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক৷ তিনি বলেন, আওয়ামী লীগ মতায় এলে সব সময় সংখ্যালঘু সম্প্রদায় নিযর্াতনের কবলে পড়ে৷ এই দেশে আওয়ামী লীগ মতায় থাকাকালেই সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি হামলা হয়েছে৷ তিনি বলেন, বিএনপি সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রা করে চলে৷ আওয়ামী লীগ মতায় এলেই মসজিদ, মন্দির, গীজর্ায় হামলা হয়, সংখ্যালঘুদের ওপর নিযর্াতন বাড়ে৷
মিজর্া ফখরুল ইসলাম আলমগীর বলেন, হলমার্ক কেলেঙ্কারিতে ২৭ জনের নামে মামলা হলেও এই দুনর্ীতর সঙ্গে জড়িত সরকারের মূল হোতাদের বাদ দেয়া হয়েছে৷ ব্যাংকের পরিচালকদের অজানত্মে ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংকটির পরিচালকেরা যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন৷ ফখরুল বলেন, হলমার্ক জালিয়াতি করে সাড়ে চার হাজার কোটি টাকা তুলে নিয়েছে৷ বৃহস্পতিবার ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক৷ কিন্তুু মূল হোতাদের আসামি করা হয়নি৷ সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কাউকেই দায়ী করা হয়নি৷ তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকেরা সব দখল করে নিয়েছে৷ যে কোন কাজের ৬০/৭০ ভাগ তাদের দিতে হয়৷
তিনি বলেন, রাজনীতিতে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে মনে হয় না এটা কোন গণতানত্মিক দেশ৷ গত তিন দিন ধরে আমাদের অফিস অবরুদ্ধ করে রেখে সরকার প্রমাণ করেছে এটা এখন পুলিশ স্টেট৷ তিনি বলেন, রাজনৈতিক কমর্ীদের সাথে সাথে শিকদের ওপরও নিযর্াতন চালাচ্ছে সরকার৷ গতকাল শিকদের ওপর পুলিশ হামলা চালিয়ে রাজপথ রক্তাক্ত করেছে৷ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই হলো ফ্যাসিবাদ৷ তারা অন্যের মতকে সহ্য করতে পারে না৷ ভিন্নমতকে নিমর্ূল করে দিতে চায়৷ খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানসহ নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গণতানত্মিক আন্দোলন সত্মব্দ করে দিতে চায়৷ তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কোন মতা নেই৷ স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে সরকার৷ তিনি বলেন, কয়েকদিন আগে কঙ্বাজারের রামুতে সুপরিকলিতভাবে হামলা করে মন্দির বৌদ্ধ বিহার, ভেঙে দিয়েছে৷ সরকার চেয়েছিল বিরোধী দলকে দোষী করতে৷ কিন্তু মিডিয়ার কারণে পারেনি৷ এই চক্রানত্মের মধ্যে দিয়ে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে৷
পদাসেতুর দুনর্ীতির বিষয় উলেস্নখ করে মিজর্া ফখরুল বলেন, চুক্তি সই হওয়ার পরে চুক্তি বাতিল করেছে এমন কোন নজির বাংলাদেশে তো নেইই বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে জানা নেই৷ কিন্তু পদাসেতুর েেত্র তাই হয়েছে৷ সরকারের অযোগ্যতা ও পররাষ্ট্রমন্ত্রালয়ের অদতার কারণে আরব আমিরাত সব রকমের ভিসা বন্ধ হয়ে গেছে৷
নিউজরম্নম