রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

0
296
Print Friendly, PDF & Email

রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানায় সংগঠনটি।


মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম শ্রেণী, শীতাতপনিয়ন্ত্রিত আসন ও কক্ষের ভাড়া বাড়ানো যেতে পারে। তবে দ্বিতীয়, তৃতীয়, সুলভ ও শোভন শ্রেণীতে ভাড়া বাড়ালে নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ২০ বছরে রেলের ভাড়া যেমন বাড়েনি, তেমনি সেবাও কমেছে। ৬০ আসনের কক্ষে অতিরিক্ত ৬০ জন আসনবিহীন টিকিটে চড়ে। ভাড়া কম বলেই স্বল্প আয়ের মানুষ কষ্ট করে রেলে যাতায়াত করে। 
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা সুভ্রাংশু চক্রবর্তী, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন