রূপসীবাংলা নিউজ.কম
নাটোর প্রতিবেদক: নাটোরে সোহান হোসেন নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দূবর্ৃত্তরা৷ ২৭সেপ্টেম্বর সকালে পুলিশ সদর উপজেলার চৌগাছী গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরন করে৷ নিহত সোহান সদর উপজেলার চৌগাছি গ্রামের ছবির উদ্দিনের ছেলে৷ এঘটনায় নিহতের বাবা ছবির উদ্দিন ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন
এলাকাবাসী জানায়,বুধবার সন্ধ্যায় সোহান বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি৷ অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি৷ বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা বাড়ীর অদুরে বিলে তার জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে৷ নিহত সোহান ইট ভাটায় শ্রমিকের কাজ করত৷
নিহত সোহানের বাবা ছবির উদ্দিন জানান,সদর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের দুই ব্যাক্তির কাছে সোহানের কিছু টাকা পাওনা ছিল৷ সে টাকা চাওয়ায় তারা তাকে এবং তার ছেলেকে প্রাননাশের হুমকি দেয়৷ সেকারনে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন৷ এবিষয়ে নাটোর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে৷ পাওনাদারের কাছে টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে ্এ হত্যাকান্ড ঘটে ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই ৬ব্যক্তির নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি৷
প্রতিবেদক ২৭.০৯.১২/ সম্পাদনা আলীরাজ/ আরিফ/ নিউজরুম