রূপসীবাংলা –
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আতাউস সামাদ আর নেই। সবাইকে কাদিয়ে বুধবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা যায়, আতাউস সামাদ বেশ কিছুদিন ধরে ডায়াবেটিক, হৃদরোগ এবং কিডনিরসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এরপর থেকেই বিশিষ্ট এ সাংবাদিককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে প্রথম এবং জাতীয় প্রেসক্লাবে মরহুমের দ্বিতীয় জানাজা হবে। দুপুরের পর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে রাখা হবে।
পরে আজিমপুর কবরস্থানে আতাউস সামাদকে তার বাবার কবরের ওপর সমাহিত করা হবে।