সিংড়ায় এক ব্যক্তির ডান পা কেটে দিয়েছে প্রতিপক্ষরা

0
344
Print Friendly, PDF & Email

সিংড়া,(নাটোর):এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারে মজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তির ডান পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা৷ আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে৷
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান ও এলাকাবাসী জানান,উপজেলার বামিহাল বাজার ও এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই আফজাল হোসেন ও ফরিদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে৷ ওই বিরোধ কেন্দ্র করে এলাকায় প্রায়ই ছোট খাটো ঘটনা ঘটে৷ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদ গ্রুপের মজিবর রহমান বামিহাল বাজারে এলে আফজাল গ্রুপের লোকজন তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মজিবর রহমানের ডান পা বিচ্ছিন্ন করে দেয়৷ লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ তবে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি৷

শেয়ার করুন