নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুরষাট বাজারে ১১সেপ্টেম্বর বর্তমান রাজনৈতিক প্রেৰাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ জয়বাংলা সামাজিক আন্দোলন নগর ইউনিয়ন শাখা এর আয়োজন করে৷ আলোচনা শেষে জয়বাংলা সামাজিক আন্দোলনের কুরষাট শাখা গঠন করা হয়৷
শিৰাবিদ ও মুক্তিযোদ্ধা রম্নস্তুম আলীর সভাপতিত্বে আয়াজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর৷ প্রধান আলোচক ছিলেন জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রিয় সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, সিদ্দিকুর রহমান, সাহাদত্ হোসেন, আতাউর রহমান জিন্নাহ, আ’লীগ নেতা অধ্যৰ আসাদুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ৷ আলোচনা শেষে জয়বাংলা সামাজিক আন্দোলনের কুরষাট শাখা গঠন করা হয়৷
বড়াইগ্রাম,(নাটোর) প্রতিনিধি