মনিকা আলির নতুন উপন্যাস

0
312
Print Friendly, PDF & Email

বাংলাদেশি বংশোদ্ভূত লেখিকা মনিকা আলির সাড়া জাগানো ব্রিক লেন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল সাত বছর আগে। শিগগিরই নতুন উপন্যাস নিয়ে আসতে যাচ্ছেন মনিকা আলি। এবারের উপন্যাস লিখেছেন প্রিন্সেস ডায়ানাকে নিয়ে। উপন্যাসটির প্রথম খসড়া গত জুনেই জমা দিয়েছিলেন প্রকাশনা প্রতিষ্ঠান ট্রান্সওয়ার্ল্ডের কাছে। বর্তমানে খসড়ার চূড়ান্ত কাজ চলছে। মনিকা আলির চতুর্থ উপন্যাসটি আসছে মার্চের শেষ নাগাদ। উপন্যাসটির নাম আনটোল্ড স্টোরি। ৪৩ বছর বয়সী মনিকা আলি জানিয়েছেন, বইটি লেখার ক্ষেত্রে তিনি ওয়েলসের সাবেক প্রিন্সেসের জীবন দ্বারা প্রভাবিত হয়েছেন। ডায়ানার পেছনে পাপারাজ্জিদের ছুটে বেড়ানোর বিষয়টিও লেখিকাকে তাড়িত করেছে। ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের মাত্র এক মাস আগেই মনিকা আলির উপন্যাস প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে মনিকা আলি বলেন, এটি নিতান্তই কাকতালীয়।

শেয়ার করুন