পাট ও ছত্রাকের জীবন নকশা উন্মোচন নিয়ে একান্ত সাক্ষাত্কারে জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম
২০১০ সালে পাটের জীবন নকশা৷ আর ২০১২ সালে এসে পাঁচ’শো উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবন নকশা উন্মোচন৷ বিশাল এক গবেষণা সাফল্য৷ এই আবিষ্কারের মধ্য দিয়ে শুধু পাট নয় ভুট্টা, সয়াবিন, তুলাসহ বহু ফসলের উত্পাদনে আসবে বড় ধরনের পরিবর্তন৷ দু’টি কাজই ছিল সর্বোচ্চ পর্যায়ের একটি বিজ্ঞান তত্পরতা৷ যা শুধু সময় সাপেক্ষই নয়, ব্যয় বহুলও৷ কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের কল্যাণে সেই সময় ও ব্যয় দ’ুদিকেই হয়েছে সাশ্রয়৷ পক্ষান্তরে এসেছে শতভাগ সাফল্য৷ মাটি ও মানুষের কৃষিপাতার মুখোমুখি জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম তুলে ধরেছেন তার গবেষণা সাফল্যের পূর্বাপর নানা কথা৷ সাক্ষাত্কারটি নিয়েছেন শাইখ সিরাজ৷
-আপনাকে অনেক ধন্যবাদ যে আবার আপনি ও আপনার দল আরেকটি বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন৷ পাটসহ ৫০০টি উদ্ভিদের ক্ষতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের করেছেন৷ আমি কৃষকদের বলেছি যে আপনাদের পাটে যে ছত্রাক লাগে এখন আর তা লাগবে না৷ এখন আর গাছে কোনো পোকা ধরবে না৷ গাছের কোনো ক্ষতি হবে না৷ আপনার কাছে জানতে চাইছি, কৃষকের উপযোগী ব্যাখ্যা৷
মাকসুদুল আলম:আমরা যখন পাট নিয়ে গবেষণা শুরু করি তখন আমাদের মাথায় একটা চিন্তা ছিল শেষ পর্যন্ত আমরা কী চাইছি৷ চাইছি কৃষকের হাতে উন্নত একটি পাটের জাত তুলে দিতে৷ পাটকে যে সমস্ত ছত্রাক নষ্ট করছে সে সম্পর্কে জানতে৷ এটা জানলে উত্পাদন বাড়বে৷ দু’বছর আগে পাটের জীবন নকশা উন্মোচন করার পাশাপাশি আমরা জানতে চেষ্টা করি কী করে একটা উন্নত জাত দেয়া যায় যে জাতে ছত্রাক আক্রমণ করতে পারবে না৷ কেউ বলে ২০% কেউ বলে ৩০% আবার কেউ বলে ৭০% ছত্রাকের কারণে পাট নষ্ট হয়ে যায়৷ আমরা যদি ছত্রাকের আক্রমণটা বন্ধ করতে পারি তাহলে এটা কৃষকের জন্য বিরাট কিছু৷ যখন এই নিয়ে গবেষণা শুরু করলাম তখন দেখলাম যে ছত্রাকটা পাটের উত্পাদন ব্যাহত করার পাশাপাশি আরো ৫০০টা উদ্ভিদেরও ক্ষতি করে৷ যেমন ভুট্টা, সয়াবিন৷ আমি সয়াবিনের কথাই বলি- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর তিন’শো থেকে চার’শো বিলিয়ন ডলার ক্ষতি হয় শুধু এই ছত্রাকের কারণে৷ এর জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় তার কারণে মাটির ক্ষতি হচ্ছে৷ নষ্ট হচ্ছে পরিবেশ৷ এই ৫০০টি উদ্ভিদের উপর কাজ করছে অনেক গবেষক৷ তারপরও আমরা মনে করলাম আমাদের একটা ঝুঁকি নিতে হবে৷ আমাদের ধারণা ছিল কাজটি করতে পাঁচ বছরের মত সময় লাগতে পারে৷ কিন্তু না, খুবই অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করতে পেরেছি৷
-আমি যদি কৃষকের জন্য আরো সহজ করে বলি যে পাটের অন্যতম একটা রোগ হল কাণ্ড পচা রোগ৷ আপনারা গবেষণা করে এমন একটা জাত উদ্ভাবন করতে পারবেন যে জাতে আর কাণ্ড পচা রোগ হবে না৷
মাকসুদুল আলম:ঠিক তাই৷ এই ছত্রাক থেকেই হয় কাণ্ড পচা রোগ৷ ছত্রাকটা প্রথমেই আক্রমণ করে কাণ্ডতে৷ কাণ্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে পাট তো আর টিকে থাকতে পারে না৷ আমরা এটাকে বন্ধ করতে চাইছি৷ আর এটা করতে হলে আমাদের জীবন নকশাটা জানতে হবে৷ আমি যদি শত্রুকে না জানি যে কী করে শত্রু আমাকে আক্রমণ করছে তাহলে তো আমি তাকে প্রতিরোধ করতে পারব না৷ এখন আমাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য আছে৷ আমরা জানতে পেরেছি ছত্রাক কোন সময়, কীভাবে পাটগাছকে আক্রমণ করছে, কীভাবে ভেতরে যাচ্ছে, কীভাবে বিষ দিচ্ছে৷ এখন আমরা চাইছি- দু’ভাগে কাজটা করতে৷ পাটগাছকে শক্ত করতে এবং ছত্রাককে বিনাশ করতে৷ এভাবেই আমরা গবেষণা করেছি৷
-আপনি যে ৫০০টি উদ্ভিদের কথা বলছেন সবগুলোর ক্ষেত্রেই কি এমনটি হবে
মাকসুদুল আলম:জীবন নকশাটা পাওয়ার পর জানতে পরলাম এই ছত্রাকের অদ্ভুত ধরনের কিছু প্রোটিন আছে৷ কোন গাছকে কোন সময় ধ্বংস করতে হবে
সেটা সে জানে৷ তারমানে শুধু পাটের ক্ষেত্রেই নয় অন্যান্য ফসলের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ছত্রাক প্রতিরোধ করতে হলে এই জিনিসগুলো দরকার৷