এবার ক্ষুদে গানরাজ তারকা নওমীর জন্য গান করলেন আরফিন রুমি । নওমী তাঁর প্রথম একক অ্যালবামের কাজ করছেন এখন। ওই অ্যালবামের একটি গান তৈরি করেছেন রুমি। দ্বৈত গানটিতে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন নওমী।
আগামী ঈদে প্রকাশ পাবে নওমীর প্রথম একক অ্যালবাম। ওই অ্যালবামে থাকছে গানটি। এর মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
নওমী বাংলানিউজকে বলেন, ‘রুমি ভাই অনেক যত্ন নিয়ে গানটি তৈরি করেছেন। তিনি এখন দেশের বাইরে। ফিরলেই গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজে হাত দেব আমরা।’
নওমী আরও জানান, এই অ্যালবামের একটি একক গানেও কণ্ঠ দেয়ার কথা রয়েছে রুমির।
উল্লেখ্য, আরফিন রুমির সুর ও সংগীতে বেশ কজন শিল্পী এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন ।