ক্ষুদ্র টেলিকম ব্যবসার জন্য নীতিমালা প্রণয়নের দাবি

0
249
Print Friendly, PDF & Email

ক্ষুদ্র টেলিকম ব্যবসা পরিচালনার জন্য একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও মোবাইল ফোনের রিচার্জের কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১০ দফা দাবিতে আয়োজিত ভুখা সমাবশ থেকে ব্যবসায়ীরা এ দাবি জানান।

সমাবশে ব্যবসায়ীরা বলেন, ‘‘বর্তমান বাজারে চালের কেজি যেখানে ৪০-৪২ টাকা, সেখানে আমাদের লোডের কমিশন দেওয়া হয় শতকরা মাত্র ২ দশমিক ৭ টাকা। যা বর্তমান বাজার মূল্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

ব্যবসায়ী নেতারা বিগত ১০-১৫ বছর আগের নির্ধারিত কমিশন বাতিল করে কমিশন বৃদ্ধির দাবি জানান।

এছাড়াও নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া যত্রতত্র সিম বিক্রি ও রিচার্জ বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ব্যবস্থা, সিম নিবন্ধন ব্যবস্থা আরও কঠোর করা, রিচার্জের জন্য বিনামূল্যে মোবাইল সেট প্রদান ও ভুল নম্বরে রিচার্জের টাকা গেলে ফেরতের ব্যবস্থা এবং আইএমআই নম্বর ও মোবাইল সেট ওয়ারেন্টি কার্যকর করার দাবি জানানো হয়।

বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মোহনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক এনামুল হোসেন খান, পরিচালক শারদ মো. মাসুম, সুজন মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন