নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৯ শ্রমিক তাদের সর্বস্ব খুইয়েছে৷ ওই ৯ শ্রমিককে অচেতন অবস্থায় বুধবার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়৷
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় রাস্তার ধারে ৯ জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিস কমর্ীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধর করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে৷
নাটোর ফায়ার স্টেশন কর্মকতর্া আব্দুর রউফ জানান,নওগাঁ,সিরাজগঞ্জ,ভেড়ামারা ও কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকার ওই ৯ জন শ্রমিক মঙ্গলবার রাতে ঢাকার গাবতলী থেকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে ট্রাকে ওঠে৷ পথিমধ্যে ওই ট্রাকে যাত্রিবেশে থাকা অজ্ঞানপার্টির সদস্যদের দেওয়া বিস্কুট খেয়ে তারা অচেতন হয়ে পড়ে৷ সর্বস্ব হাতিয়ে নেওয়ার পর তাদের নাটোরের একডালা এলাকায় ফেলে রেখে যায়৷
আনোয়ার হোসেন আলীরাজ
১৯/০৯/১২
নাটোর৷