নাটোরে ৮৭০ বোতল ফেনসিডিল সহ ৪ জন আটক

0
294
Print Friendly, PDF & Email

নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে ৮৭০ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর৷ বুধবার সকালে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মুরগীর খাবার বোঝাই ঢাকাগামী একটি ট্রাক থেকে ওই ফেনসিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে৷
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে অভিযান চালায়৷ অভিযানকালে মুরগীর খাবার বোঝাই ঢাকাগামী ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৪৯) তল্লাশী চালিয়ে তিনটি বস্তায় রাখা ৮৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়৷ এসময় ট্রাকটি জব্দ করা এবং ট্রাকের চালক ও হেলপার সহ ৪ জনকে আটক করা হয়৷ আটককৃতরা হলো রাজশাহীর বাঘা উপজেলার চর সিংড়া গ্রামের তপু রায়হান,গোলাম মোসত্মফা ছোটন,দুখু মিয়া ও চাপাইনবাবগঞ্জের গোদাগাড়ী গ্রামের রমজান আলী৷ আটককৃতদের বিরম্নদ্ধে মাদক চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে৷

আনোয়ার হোসেন আলীরাজ
১৯/০৯/১২
নাটোর৷

শেয়ার করুন