রূপসী বাংলা নিউজ.কম
নাটোরে ছিনতাইকারীর এক সাংবাদিকের ডিজিটাল ক্যামেরা ও মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনতাইয়ে নিয়েছে৷ বুধবার দুপুরে আগমনী পরিবহন নামে এক যাত্রীবাহি বাসে এ ঘটনা ঘটে৷
সাংবাদিক রনজু আহমেদ জানান,৫সেপ্টেম্বর দুপুরে আগমনী পরিবহন নামের একটি যাত্রীবাসি বাসে দুই ছিনতাইকারী তাকে পিছনের ছিটে বসিয়ে নেয়৷ বাসটি দিঘাপতিয়া এলাকায় আসার পর তারা ধারালো চাকু ও ডেগার বের করে একটি নকিয়া মোবাইল ফোন,ডিজিটাল ক্যামেরা সহ নগদ টাকা কেড়ে নেয়৷ কোন কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়৷ তিনি অভিযোগ করে বলেন,ওই বাসের হেলপার ও ড্রাইভার ছিনতাইকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছে৷
সম্পাদনা, আলীরাজ/আরিফ ১১/০৯/১২