রেহাই পেলেন জে কে রাউলিং

0
338
Print Friendly, PDF & Email

জনপ্রিয় সিরিজ হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং নকল করার অভিযোগ থেকে রেহাই পেয়েছেন। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ বইটি লেখার সময় জে কে রাউলিং অন্য একজন লেখকের কাজের নকল করেছেন অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হয়। মামলার রায়ে যুক্তরাষ্ট্রের আদালতের বিচারক লেখিকা জে কে রাউলিংকে অব্যাহতি দেন। যুক্তরাষ্ট্রের প্রকাশনা প্রতিষ্ঠান স্কলাসটিক করপোরেশন এ মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, হ্যারি পটার সিরিজের চতুর্থ বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত অন্য একটি বই থেকে প্লট নেওয়া হয়েছে। এমনকি জাদুর প্রতিযোগিতার বিষয়টিও ওই বই থেকেই নেওয়া। বইটির নাম ‘উইলি দ্য উইজার্ড’। বিচারক তার রায়ে জানিয়েছেন, নকলের অভিযোগ ভিত্তিহীন। 

শেয়ার করুন