নাটোর প্রতিনিধি
নাটোরে ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিসত্মলসহ উলস্ন্ল্লাস(২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫৷ ১০সেপ্টেম্বর শহরের কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়৷ আটক উলস্ন্ল্লাস শহরের উত্তর চৌকিরপাড় এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে৷
র্যাব-৫ সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল বিকেলে নাটোর শহরের কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালায়৷ অভিযানকালে অস্ত্র কেনা বেচার সময় ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী নাইন এমএম পিসত্মলসহ উল্ল্লাসকে আটক করে৷
র্যাব-৫ কর্মকতর্া ক্যাপটেন মাহফুজুর রহমান জানান, আটক উল্ল্লাস এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল৷
রূপসী বাংলা নিউজ. কম,বাপ্পি লাহিড়ী: সম্পাদনা, আলীরাজ/আরিফ ১১/০৯/১২