সিংড়ায় ভুটভুটি সমিতির শুভ উদ্ধোধন

0
274
Print Friendly, PDF & Email

নাটোর,১০,সেপ্টেম্বর,রূপসী বাংলা নিউজ:
নাটোরের সিংড়ায় রোববার ভুটভুটি শ্রমিক চালক কল্যান সমিতির শুভ উদ্ধোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬টি পরিবারের মধ্যে ১২হাজার টাকা অনুদান দেয়া হয়েছে৷ সিংড়া ভুটভুটি চালক শ্রমিক কল্যান সমিতির সভাপতি সেলিম রেজা সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদসদ্য এ্যাড, জুনাইদ আহমেদ পলক৷
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা ভুটভুটি চালক শ্রমিক কল্যান সমিতির সভাপতি আ: মান্নান, সিংড়া শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহাদত হোসেন সাধু, ভুটভুটি চালক লোকমান হোসেন, আশরাফুল ইসলাম, সমজান আলী প্রমূখ৷

সম্পাদনায় আলীরাজ/ আরিফ

শেয়ার করুন