নাটোরের মত্স্য অধিদপ্তরের উদ্যোগে হালতিবিলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যায়ে ৭’শ কেজি দেশীয় পোনা মাছ অবমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে৷ এরই অংশ হিসেবে শনিবার নাটোর সদর উপজেলার হালতিবিল এলাকায় ২’শ কেজি রুই, কাতল, মৃগেলসহ দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়৷ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ,জেলা মত্স্য কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ৷