সিংড়ায় শিৰকদের চাকুরী জাতীয়করণের দাবিতে বিৰোভ মিছিল ও সমাবেশ

0
323
Print Friendly, PDF & Email

এমপিও ভূক্ত বে-সরকারী শিৰক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে নাটোরের সিংড়ায় বিৰোভ মিছিল ও সমাবেশ করেছে শিৰক কর্মচারীর৷
বৃহস্পতিবার উপজেলা টিটিডিসি হলরম্নমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিৰক সমিতি বাশিস’র জেলা এবং বাকশিস’র সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যৰ আনোয়ারম্নল ইসলাম আনু৷ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,বাকশিসের উপজেলা সাধারণ সম্পাদক কায়ছার হায়দার,সাংগঠনিক সম্পাদক আকতারম্নজ্জামান, বাংলাদেশ শিৰক সমিতি বাশিসের সাধারণ সম্পাদক আয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কলেজ শিৰক সমিতির সহ-সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, রেজাউল করিম, আব্দুস সালামসহ শিৰক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন,বাংলাদেশ শিৰক সমিতির সহ-সম্পাদক আফছার আলী৷
বক্তব্য শেষে বিৰোভ মিছিল বের করা হয়৷ এসময় প্রধানমন্ত্রী ও শিৰামন্ত্রী সহ বুয়েট ভিসির কঠোর সমালোচনা করেন৷

সম্পদনায় আ হো রাজ/ আরিফ

শেয়ার করুন