সিংড়ায় দু’পৰের সংঘর্ষে আহত ৮

0
316
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়া পৌরসভার চরপাটকোল বুধবার দু’পৰের সংঘর্ষে ১১নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি রাজিবুল ইসলাম রাজিবসহ উভয়পৰের ৮জন আহত হয়েছে৷ আহতদের উদ্ধার করে নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে৷ সূত্রে জানা যায়, সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সিংড়া পৌর শহরের চরপাটকোল মহলস্নার দুদু’র ছেলে লেমন এর সাথে ওয়ার্ড যুবদল সভাপতি রাজিব এর ছোট ভাই মেহেদী হাসানের কথা কাটাকাটি হয়৷ পরে বুধবার সকাল ১১টায় রাজিব ও তার চাচা সাজ্জাদ হোসেন প্রতিপৰের জমি দিয়ে বাজারে যাওয়ার সময় স্থানীয় আ’লীগ নেতা মালেক’র নেতৃত্বে মোজাফ্ফর, বাবু, মসলেমসহ ৫থেকে ৭জনের সংঘবদ্ধ দল লোহার রড ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়৷ এসময় ওয়ার্ড যুবদল সভাপতি রাজিবুল ইসলাম রাজিব (৩২) সহ উভয়পৰের ৫জন আহত হয়৷ আহত অন্যরা হলেন, চরপাটকোল মহলস্নার সাজ্জাদ হোসেন (৫৫), জিয়া (৩০), মালেক (৪০), আব্দুস সামাদ (৫৮)৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করে এদের মধ্যে রাজিব ও সাজ্জাদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়৷ সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যনত্ম কোন পৰ মামলা করে নি৷

শেয়ার করুন