সিংড়া পৌর মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর মহাসচিব অধ্যাপক শামিম আল রাজি জাতিসংঘের UN-Habitat I World Urban Forum (WUF-6) এর আমন্ত্রণে Mayors Round Table -এ’Local Leadership and the Future Cities’ শীর্ষক Conference -এ যোগ দিতে শনিবার রাতে Italy এর Naples City গেছেন৷ তিনি বগুড়া, নীলফামারী, পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জ, মংলাপোর্ট, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ, মুন্ডুমালা, কেশরহাট, কাকনহাটসহ ২৪টি পৌরসভার নির্বাাচিত মেয়র-কাউন্সিলরদের নেতৃত্ব দিবেন৷
শামিম আল রাজি Mayors RoundTable বৈঠকে পরিকল্পিত ভবিষ্যত্ শহর শীর্ষক আলোচনায় অংশ নিবেন৷ এছাড়াও তিনি UN-Habitat I World Urban Forum (WUF-6) এর অন্যান্য অধিবেশনে ভবিষ্যত্ নগরী (২০২৫), নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলা, দূর্যোগ ও ঝুঁকি প্রশমনে গৃহিত কৌশল, MDG বাসত্মবায়ন, জেন্ডার সমতা ও আনত্মর্জাতিক
এসোসিয়েশনসমূহের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর চিনত্মাধারা তুলে ধরবেন৷ এই সম্মেলনে ১২২টি দেশের প্রায় ১০ হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন৷ শামিম আল রাজি সম্মেলন শেষে ইউরোপের জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ গ্রীস এর ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন৷ WUF সম্মেলনে যোগদানের জন্য শামিম আল রাজিকে আমেরিকার USAID সহযোগিতা প্রদান করছেন৷