নাটোরে ৮ দফা দাবীতে জাতীয় শিক্ষক -কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন

0
292
Print Friendly, PDF & Email

নাটোর জেলা প্রতিনিধি
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেসরকারী শিক্ষক -কর্মচারী ফ্রন্ট শিক্ষানীতি ২০১০ এর আলোকে স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারী শিক্ষক নিয়েগের জন্য স্বতন্ত্র কমিশন গঠন এবং সর্বসত্মরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনসহ ৮দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে৷ শনিবার দুপুরে স্থানীয় একটি দৈনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফন্টের জেলা আহবায়ক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক প্রভাষক হায়দার আলী, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রভাষক গোবিন্দ কুমার দত্ত,প্রভাষক এটিএম জালাল উদ্দিন,শিক্ষক জুলফিকার আলী,শিক্ষক কনক তরফদার প্রমুখ৷ সভায় মাস ব্যাপী বিভিন্ন কর্মসুচি দেওয়া হয়৷
এসময় বক্তারা দাবী মানা না হলে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি দেওয়া হবে বলে ঘোষনা দেন৷

শেয়ার করুন