দীর্ঘ ছুটির পর দ্বিতীয় দিনে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। শুরুতে সূচক নিম্নমুখী থাকলেও পরের দিকে এসে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার পরিস্থিতি। তবে সেই ধারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনেরে পরিমাণ।
সোমবার লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে চার হাজার ৩৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৩০ কোটি টাকা। এর আগে এর বেশি লেনদেন হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসের ২৫ তারিখে। সেদিন লেনদেন হয় ৭৫৫ কোটি টাকা।
এক লাখ ৬৪ হাজার ৬৭৪ হাওলায় হাতবদল হয়েছে ১৩ কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৬০টি শেয়ার ও ইউনিট।
লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, যমুনা ওয়েল, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিটিক্যাল, তিতাসগ্যাস, কেয়া কসমেটিকস ও বেক্সিমকো।