সপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে প্রায় ১৬১ পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় ৭০৪ কোটি টাকা।
বুধবার বেলা সাড়ে ১০ টায় লেনদেন শুরুর পর থেকে ডিএসইতে সাধারণ সূচক বাড়তে থাকে। দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৬১ পয়েন্ট বা ৩.৭৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় প্রায় ৭০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৫ এপ্রিল লেনদেন হয়েছিল ৭৫৫ কোটি টাকা ।
এ সপ্তাহের প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম।
মঙ্গলবার সূচক কমে প্রায় দশমিক ৪৯ পয়েন্ট। হাতবদল হয় ৫৮০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৪২ পয়েন্ট । হাতবদল হয় ৬৩০ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক বাড়ে প্রায় ১২৭ পয়েন্ট । হাতবদল হয় ৫২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।